জম্মু ও কাশ্মীরে প্রবল ঠাণ্ডা। হিমাঙ্কের নিচে রয়েছে তাপমাত্রা। চারিদিকে বরফ পড়ে সাদা চাদরে ঢেকে আছে বেশিরভাগ জায়গা। ডোডার ভাদেরওয়াহ একটি শীতকালীন আশ্চর্যভূমিতে পরিণত হয়েছে। জমে গেছে জলপ্রপাতগুলি। দেখুন কেমনভাবে ঝর্না ঝরতে ঝরতে আটকে গেল।