প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার জম্মু ও কাশ্মীরের গান্ডারবাল জেলায় গুরুত্বপূর্ণ জেড-মোরহ টানেল বা সোনমার্গ টানেল উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী সোমবার সকালে শ্রীনগর বিমানবন্দরে অবতরণ করেন এবং তারপরে উদ্বোধনের জন্য জেড-মরহ টানেল, যা সোনামার্গ টানেল নামেও পরিচিত সেখানে পৌঁছান। তাঁর সঙ্গে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি সহ অন্যান্য নেতারা ছিলেন।