হাড়কাঁপানো ঠান্ডার কামড়। সেই সঙ্গে পাল্লা দিয়ে ভারী তুষারপাত। উপত্যকা থেকে পাহাড়, কাশ্মীর এখন কার্যত সাদা চাদরের নীচে। বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। অবরুদ্ধ হয়ে পড়েছে রাস্তাঘাট। একদিকে যখন ভোগান্তি,অন্যদিকে গুলমার্গ-সোনমার্গের মতো পর্যটন কেন্দ্রগুলিতে তুষার-বিলাসে মেতেছেন পর্যটকরা।