আবার জিমে মৃত্যু। এবার প্রাণ হারালেন ১৯ বছরের এক যুবক। জিম করতে করতে হঠাত্ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। তারপর আর জ্ঞান ফেরেনি। ডাক্তাররা জানিয়েছেন, জিমেই হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। ঘটনাটি গুজরাতের রাজকোটের। ১৯ বছরের ওই যুবক MBBS-এর ছাত্র। জামনগরে ডাক্তারি পড়ছিলেন তিনি। বাবা পেশায় গুজরাত সরকারের ডেপুটি ইঞ্জিনিয়ার পদে কর্মরত