জন্মাষ্টমীর আগে বৃন্দাবনে শিল্পীদের তুলিতে ফুটিয়ে তোলা হল কৃষ্ণের গল্প। উত্তরপ্রদেশ ব্রজ বিকাশ পরিষদ এক বিশেষ চিত্র শিবিরের আয়োজন করা হয়েছিল। এখানে চিত্র শিল্পীরা জড়ো হয়েছিলেন। কৃষ্ণনগরী থেকে অনুপ্রেরণা নিয়ে শিল্পীরা তাদের আঁকা ছবির মাধ্যমে কৃষ্ণের গল্প শোনালেন। এই শিবিরে অংশ নিয়ে খুশি শিল্পীরা।