আধ্যাত্মিক জীবনের হাতছানি সবার কাছে আসে না। আর সেটা এলে তা এড়ানো সবার পক্ষে সম্ভবও হয় না। যেমনটা ঘটেছে Japan র 41 বছর বয়সী উদ্যোগপতি হোসা তাকাউকির। জাপানের এই সফল উদ্যোগপতি বর্তমানে উত্তরাখণ্ডে রয়েছেন। ভারতে তাঁর পরিচিতি বালা কুম্ভ গুরুমনি নামে। শ্রাবণ মাসে শিবভক্তদের Kanwar Yatra তেও অংশ নিয়েছেন তিনি। পুদুচেরিতে একটি শিবমন্দির গড়ার পরিকস্পনা রয়েছে তাঁর। ৪১ বছর বয়সী ওই জাপানি ব্যক্তি ভারতে আধ্যাত্মিক সাধনার জন্য তার ব্যবসায়িক সাম্রাজ্যের বিনিময় করেছেন। হোশি তাকায়ুকি, যিনি বর্তমানে বালা কুম্ভ গুরুমুনি নামে পরিচিত, একসময় টোকিওতে সৌন্দর্যপণ্যের বেশ কয়েকটি প্রোডাক্টের ব্যবসার মালিক ছিলেন। আজ তিনি একজন গেরুয়া পোশাক পরিহিত শিবভক্ত। উত্তরাখণ্ডের মধ্য দিয়ে খালি পায়ে তীর্থযাত্রায় হেঁটে যাচ্ছেন।