২ অক্টোবর রাবণ দহনে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (JNU) উত্তপ্ত পরিস্থিতি। এবিভিপি এবং বামপন্থী ছাত্রদের মধ্যে লাগল ঝামেলা। ঘটনার সূত্রপাত রাবণের পুতুলের মুখে লাগানো হয় উমর খলিদ এবং শারজিল ইমামের ছবি।