লোকসভায় দাগী নেতা বিল পেশ করলেন অমিত শাহ। উত্তাল হল অধিবেশনকক্ষ। শাহকে লক্ষ্য করে ছোড়া হল বিলের ছেঁড়া টুকরো। বিরোধী বেঞ্চ থেকে কোন সাংসদ এই কাণ্ড ঘটালেন? শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান,স্লোগান দেওয়ার সময় বিট্টু ও রিজিজু আমাদের দুজন মহিলা সাংসদ শতাব্দী রায় আর মিতালি বাগকে মারতে উদ্যত হয়েছিল। তৃণমূলের হয়ে আমি নিজের ঘাড়ে দায়িত্ব নিচ্ছি। এটা অসাংবিধানিক বিল।