আমাদের দেশে সবচেয়ে কঠিন পরীক্ষা হিসাবে ধরা হয় UPSC পরীক্ষা। আর এই পরীক্ষায় পাস পরই IAS বা IPS অফিসার হয়ে দেশের প্রশাসনিক পদগুলিতে কাজ করার সুযোগ পান যোগ্য প্রার্থীরা। পাশাপাশি, এই পরীক্ষায় পাশ করার জন্য হাজার হাজার প্রার্থী বছরের পর বছর ধরে প্রস্তুতি নেন। আপনিও যদি এই পদ এবং চাকরি সম্পর্কে আগ্রহী হন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। কারণ, এই প্রতিবেদনে আমরা একজন IAS অফিসারের মাইনে, সমস্ত সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করবো।