লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার, ওয়েস্টার্ন কম্যান্ডের জিওসি-ইন-সি, পাকিস্তানকে কড়া বার্তা দিলেন। তিনি বলেন, যতদিন পাকিস্তানের চিন্তাভাবনা না বদলাবে, ততদিন তারা আগের মতোই উস্কানি দেবে। অপারেশন সিঁদুরের আমরা তাদের বিমানঘাঁটি ও পোস্ট ধ্বংস করেছি, তবু তারা আবারও কিছু করার চেষ্টা করতে পারে। এবার যে পদক্ষেপ নেব আমরা, তা আগের চেয়েও ভয়ঙ্কর হবে। অপারেশন সিঁদুর ২.০ আরও ঘাতক হতে হবে। সেনা সূত্রে খবর, সীমান্ত এলাকায় পাকিস্তানের নজরদারি ও ড্রোন গতিবিধি বাড়ছে, যা নিয়ে সতর্ক ভারতীয় বাহিনী। জেনারেল কাটিয়ারের এই মন্তব্যকে সামরিক পর্যবেক্ষকরা সরাসরি হুঁশিয়ারি হিসেবে দেখছেন, ভারত এবার আর প্রতিরক্ষা নয়, প্রয়োজনে ‘প্রতিক্রিয়াশীল আক্রমণ’ নীতি নেবে।