নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির জেরে কার্যত নাজেহাল সাধারণ মানুষ। চাল, চিনি, ডাল, পিঁয়াজ থেকে শুরু করে সবকিছুরই দাম বাড়ছে প্রায় নিয়ম করেই। বেশ কয়েকবছর ধরে প্রায় লাফ দিয়ে বাড়ছিল রান্নার গ্যাসের দাম। যদিও গত কয়েক মাসে রান্নার গ্যাসের দাম খুব একটা বাড়েনি। বরং 200 টাকা কমায় সাধারণের ব্যবহারের জন্য রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় কমে এক হাজার টাকার নিচে নেমে এসেছে। তবে এই বছরের শেষে আপনি এই এলপিজি গ্যাস সিলিন্ডার অনেক কম দামে কিনতে পারবেন।