শনিবার দুপুরে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ছাড়া হল আরও ১২টি আফ্রিকান চিতাকে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বানের উপস্থিতিতে চিতাগুলিকে জঙ্গলে ছাড়া হয়। এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। ভারতীয় বায়ুসেনার C-17 গ্লোবমাস্টার বিমানে করে ১২টি চিতাকে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আনা হয়। এরপর এম-১৭ চপারে করে নিয়ে যাওয়া হয় কুনো জাতীয় উদ্যানে। এর আগে নামিবিয়া থেকে ৮টি চিতা আনা হয়েছিল।