জাল, ঝুড়ি, গামছা বা হাত, যে যেভাবে পাড়ছেন মাছ ধরছেন। জলাশয়ে নেমে পড়েছেন শ'য়ে শ'য়ে মানুষ। মাদুরাইয়ের ঐতিহ্যবাগী সমত্ব উৎসবের এই দৃশ্য সত্যিই বিস্ময়কর। মাদুরাই জেলার মেলুরের কাছে আরিয়ুর পট্টি গ্রামে এই উৎসব হয়। দূর-দূরান্তের জেলা থেকে উৎসাহীরা আসেন অংশ নিতে।