মহা কুম্ভ মেলার বৃহত্তম 'যজ্ঞ কুণ্ড' তৈরি করা হচ্ছে যেখানে ১১০০ জন পুরোহিত গরুকে 'রাষ্ট্রমাতার' মর্যাদা দেওয়ার দাবিতে 'মহাযজ্ঞ' করবেন। জগদ্গুরু শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর শিবিরে আয়োজিত এই মণ্ডপে ৩২৪টি 'কুণ্ড' এবং ৯টি 'শিখর' রয়েছে। এই যজ্ঞ এক মাস ধরে চলবে, প্রতিদিন ৯ ঘন্টা চলবে এই যজ্ঞ।