প্রয়াগরাজে মহাকুম্ভমেলায় ভক্তদের ভিড়। প্রচুর ভক্ত দলে দলে আসছে পবিত্র স্নান করতে। ত্রিবেণী সঙ্গমে প্রচুর মানুষ স্নান করছে। আর তাদের উপর মাঘী পূর্ণিমার বিশেষ দিনে হেলিকপ্টার থেকে পুষ্প বর্ষণ করা হল। গোলাপ ফুলের পাপড়ি ভক্ত ও তপস্বীদের উপর বর্ষণ করা হল।