ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। জানা গিয়েছে, মহারাষ্ট্রের বারামতীতে এই দুর্ঘটনা ঘটেছে। ল্যান্ডিং স্ট্রিপ থেকে মাত্র কয়েক কিমি দূরে এই দুর্ঘটনা ঘটে। সূত্রের তরফে দাবি করা হয়েছে, দুর্ঘটনার সময় অজিত পাওয়ার ছাড়াও তাঁর নিরাপত্তা রক্ষীসহ মোট ৫ জন যাত্রী ওই বিমানে সওয়ার ছিলেন। দুর্ঘটনায় ৫ জনেরই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।