ভারতের এই সাফল্য়ে বিশ্ব মানচিত্রে নতুন দিগন্ত তৈরি হয়েছে। কিন্তু এই চন্দ্রযান নিয়েও রাজনৈতিক তরজা নতুন করে শুরু হয়ে গেল। ইসরোকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এনিয়ে আসরে নামলো তৃণমূল। ISRO-কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে সরাসরি অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শনিবার ট্যুইটারে বিষয়টি নিয়ে সরব হন মহুয়া। তিনি লেখেন, '2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি-র রাজনৈতিক হাতিয়ার এখন ISRO. নির্বাচনের আগে জাতীয়তাবাদী উন্মাদনা জাগিয়ে তুলতে প্রতিটি অভিযানকে এখন থেকে চাবুকের মতো ব্যবহার করা হবে। কয়েক দশকের গবেষণাকে 'মোদি হ্যায় তো মুমকিন হ্যায়'।