ফের ট্রেন দুর্ঘটনা। মধ্যপ্রদেশের শাহপুরা ভিটনিতে লাইন-চ্যুত একটি ট্রেন। পণ্যবাহী ট্রেনের এলপিজি রেকের দুটি ওয়াগন লাইন-চ্যুত হয়েছে বলেই রেল সূত্রের খবর। একবার ভাবুন যদি এই দুর্ঘটনা আরও ভয়াবহ হতো তাহলে কী হতে পারতো? কোনও রকম ভাবে যদি আগুন লেগে যেতো তাহলে গোটা এলাকা কার্যত বিস্ফোরণ ঘটতে পারতো। ভয়াবহ আগুন ধরে যেতে পারতো। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারতো। মঙ্গলবার রাতে মধ্যপ্রদেশের জবলপুর জেলায় একটি গ্যাস কারখানার ভিতরে রেকগুলি খালি করতে যাওয়ার সময়ই ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। কেন ট্রেনটি লাইন-চ্যুত হলো সেই বিষয়টিও খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা। সূত্রের খবর, এই দুর্ঘটনার ফলে মেইন লাইনে ট্রেন চলাচলে সেভাবে কোনও প্রভাব পড়েনি। বুধবার সকাল থেকেই দুর্ঘটনাগ্রস্থ ট্রেনটি সরিয়ে নিয়ে গিয়ে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, করমণ্ডল দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা। ট্রেন দুর্ঘটনা কতটা ভয়াবহ হতে পারে তা দেখেছে গোটা দেশ। মৃত্যুর সংখ্যা নিয়েও একাধিক বিতর্ক দানা বেধেছে। রেলের রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। এরমধ্যেই নতুন করে লাইন-চ্যুত মালগাড়ি। কিন্তু মালগাড়ি হলেও কেন এই ভাবে বার বার দুর্ঘটনা ঘটবে? তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।