ইসরোর একবার মঙ্গলে গিয়ে শান্তি হয়নি। কারণ আরও অনেক কিছু অজানা থেকে গেছে। সেগুলো জানতে তো হবে। তাই এবার 9 বছর পর ইসরোর ফের টার্গেট লাল গ্রহ। সেটা দেখে বোঝাই যাচ্ছে ইসরো এখন থেমে থাকার নয়। চন্দ্রযান 3-র সাফল্যের পর এবার নতুন করে কোমর বেঁধে নেমে পড়েছে ইসরো। এবার ইসরোর টার্গেট মঙ্গল গ্রহ। হ্যাঁ এই মঙ্গল গ্রহ নিয়ে আমাদের অনেক আগ্রহ। বিজ্ঞানীরাও এই লাল গ্রহ নিয়ে গবেষণা করছেন। এবার মঙ্গলের মাটি নিয়ে নাড়াঘাটা করবে ইসরো। ইসরোর নতুন মার্স অরবিটর মিশন 2।