বারাণসীর মণিকর্ণিকা ঘাটে চিতার আগুন কখনও নেভেনা। সারি সারি চিতা জ্বলে এখানে প্রতিদিন। কিন্তু হোলি সময় এর ছবিটা অনেকাই বদলে যায়। রঙের বদলে এখানে যজ্ঞের ভস্ম, চিতার ছাই অঘোরীদের হবনকুণঅড ও ধুনি দিয়েই খেলা হয় হোলি। কথিত আছে একাদশীর দিন দেবী পার্বতী, দেবতা ও ভক্তদের সঙ্গে হোলি খেলেন। পরের দিন স্নান করতে মণিকর্ণিকা ঘাটে আসেন ও চিতাভস্ম দিয়ে ভূত প্রেতের সঙ্গে হোলি খেলেন। সেই প্রথা মেনেই আজ চলে আসছে এই মাসানে কি হোলি।