দুটি সরকারি স্কুলে ধরা পড়ল বিশাল দুর্নীতি। একটি স্কুলে কেবলমাত্র একটি দেওয়াল রং করতে নাকি লেগেছে, চার লিটার রং। আর রাজমিস্ত্রি ও জোগাড়ে মিলিয়ে লেগেছে ২৩৩ জন। এরমধ্যে ৬৫ জন রাজমিস্ত্রি ও ১৬৮ জন জোগাড়ে। খরচ শুনবেন? স্কুলের এই একটি দেওয়াল রং করতে নাকি খরচ হয়েছে এক লক্ষ টাকার উপর। আরও স্পষ্ট করে বললে খরচ হবে ১.০৭ লাখ টাকা। আরেকটি স্কুলে আবার চারটি দরজা ও ১০ টি জানালা রং করতে ২০ লিটার রং লাগবে বলে ধরা হয়েছে। এই দরজা ও জানালা রং করতে ১৫০ জন রাজমিস্ত্রি ও ২৭৫ জন জোগাড়ের প্রয়োজন হলে ধরা হয়। এরজন্য় খরচ হয়েছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা। এই দুটি স্কুলের এই সামান্য কাজের জন্য এই বিপুল পরিমাণ বিল জমা পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।