ভিডিওয় দেখছেন অযোধ্যার রাম মন্দির, কাশীর বিশ্বনাথ মন্দির, পুরীর জগন্নাথ মন্দির থেকে বৃন্দাবনের বাঁকে বিহারী। বর্ষবরণে তীর্থক্ষেত্রগুলিতে উপচে পড়েছে ভিড়। লক্ষ লক্ষ পুণ্যার্থী হাজির হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তিল ধারণের জায়গায় নেই। আরাধ্যের দর্শন পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় ভক্তরা। মুখে, জয়ধ্বনি- জয় জগন্নাথ থেকে হর হর মহাদেব।