পঞ্জাবের হোশিয়ারপুর, ভাতিন্ডায় উদ্ধার হল পাকিস্তানি মিসাইল। গতরাতে মিসাগুলি ছুড়েছিল পাকিস্তান। সেগুলি দেখেই মনে হচ্ছে, চিনে তৈরি। স্থানীয় এক বাসিন্দা জানান,'মাঝ রাতে বোমা ফাটছিল। পৌনে ১১টা নাগাদ আওয়াজ শুনছিলাম'।