কথায় আছে পরিশ্রমের কোনও বিকল্প হয় না। সঠিক লক্ষ্যে পৌঁছতে গেলে কঠোর পরিশ্রমই একমাত্র চাবিকাঠি। Social Media য় অবশ্য এরকরম অনেক ঘটনাই Viral হয়। যা পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়েই থাকে। এরকমই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে সকালে ঠেলা গাড়িতে মোবাইলের কভার বিক্রি করত একটি ছেলে।