দেশের বিভিন্ন এলাকায় চলল মক ড্রিল। বাদ গেল না দেশের সবচেয়ে ভিভিআইপি এলাকা ল্যুটিয়েন্স দিল্লিও। ৮ থেকে ৮টা ১৫ মিনিট পর্যন্ত বন্ধ থাকল রাজধানীর বিদ্যুৎ। আলো নিভল দেশের একাধিক রেল স্টেশনেও।