Modi Trump কে ফোন না করায় India-USA র বহু আলোচিত বাণিজ্যচুক্তি ভেস্তে গিয়েছে। এমনই বিস্ফোরক দাবি করেছিলেন আমেরিকার প্রশাসনের এক শীর্ষ আধিকারিক। তাঁর বক্তব্যে ইঙ্গিত, ভারতের বিরুদ্ধে American President Donald Trump র Tariff বা কড়া সমালোচনার নেপথ্যে নীতিগত মতভেদ যতটা নয়, তার চেয়েও বেশি কাজ করেছে ট্রাম্পের ব্যক্তিগত অহং। কিন্তু এই আমেরিকার আধিকারিকের দাবি মানতে নারাজ New Delhi। ভ্রান্ত বলে গোটা ব্য়াপারটাই উড়িয়ে দিয়েছে দেশের বিদেশমন্ত্রক।