‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মোসলমান’এই লাইন আমাদের প্রত্যেকের পরিচিত। এবার সেই ছবিই দেখা গেল। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন। প্রত্যেকের নজর সেদিন ছিল উত্তরপ্রদেশের অযোধ্যায়। 22 জানুয়ারি। দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাম লালা বাড়ি ফিরেছেন। ‘প্রাণপ্রতিষ্ঠা’ হয় রামলালার নতুন মূর্তিতে। ওই দিনই রামের জন্মভূমিতে একজন মুসলিম মহিলা জন্ম দেন এক পুত্রসন্তানের। সেই পুত্রসন্তানের নাম রাখলেন ‘রামরহিম। উত্তরপ্রদেশের ফিরোজাবাদে এই ঘটনা ঘটে। যা এখন রীতিমতো চর্চায় রয়েছে।