বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার নিয়ে হাজির বৃহন্মুবই মিউনিসিপ্যাল কর্পোরেশনের মহিলা আধিকারিক। তাঁর কাছে আদালতের অর্ডার রয়েছে। এই নির্মাণ ভাঙতে পারবে না কর্পোরেশনের কর্মীরা। এই দাবিতে ততক্ষণে গলা ফাটিয়ে চিৎকার জুড়ে দিয়েছেন এক বৃদ্ধ। এমনকী প্রতিবাদস্বরূপ বুলডোজারের সামনে রাস্তায় শুয়েও পড়লেন তিনি। কিন্তু মুম্বই কর্পোরেশনের ওই মহিলা আধিকারিকও দমবার পাত্র নন। তিনি সোজা বলে বসলেন ওই কোর্টের অর্ডার তিনি মানেন না। তাঁর কাছে কোনও অর্ডার আসেনি। তাই বুলডোজার চলবে। ভরা রাস্তায় এক মহিলা আধিকারিক ও এক মুসলিম বৃদ্ধের এই ঝগড়া রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই কথোপকথনের ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছিলেন কোনও একজন। ভাইরাল হওয়া ভিডিওতে যে মুসলিম বৃদ্ধটিকে দেখা যাচ্ছে তাঁর নাম Haji Rafat Hussain. তিনি ওই মহিলা আধিকারিককে অন্তত একবার কোর্ট অর্ডারটি খতিয়ে দেখার অনুরোধ করেন। কিন্তু ওই আধিকারিক তা কোনওভাবেই দেখতে রাজি হচ্ছিলেন না। তাঁর একটাই বক্তব্য, ওই কোর্ট অর্ডার মোটেও বৈধ নয়। তিনি ওই অর্ডার গ্রহণ করবেন না। ভিডিওটিতে ওই বৃদ্ধকে বলতে শোনা যাচ্ছে, এই হচ্ছে ভারতের আইন। BMC পুরো দাদাগিরি চালাচ্ছে। ভারতের আইনকে রদ্দি বানিয়ে রেখেছে। কোর্ট অর্ডার মানা হচ্ছে না।