জ্ঞানবাপীতে পুজো রুখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুসলিম পক্ষ। যোগী প্রশাসনের বিরুদ্ধেও অভিযোগ তোলা হল। বারাণসীর জেলা আদালতের নির্দেশকে হাতিয়ার করে বুধবার রাতেই খুলেছে জ্ঞানবাপী মসজিদের সিল করা বেসমেন্ট ব্যাস তয়খানা। প্রশাসনের উপস্থিতিতেই পুজো শুরু করেছে হিন্দু পক্ষ। বুধবার রাতেই সুপ্রিম কোর্টে মামলার জরুরি শুনানির আবেদন করেন মুসলিম পক্ষ। ওই আবেদনে বলা হয়েছে, হিন্দু পক্ষের সঙ্গে যোগসাজেশে যোগী প্রশাসন রাতের মধ্যেই জেলা আদালতের নির্দেশকে বাস্তবায়িত করতে লেগে পড়েছে। অতএব, দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। যদিও সূত্রের খবর, মুসলিম পক্ষের আইনজীবীদের এলাহাবাদ হাই কোর্টে যেতে বলা হয়েছে।