ঔরঙ্গজেবের সমাধি নিয়ে বিতর্কের সূত্রপাত। সোমবার সেই ঘটনা হিংসার মোড় নেয়। রাতে মহারাষ্ট্রের নাগপুরের মহালে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে অশান্তি ছড়িয়ে পড়ে। মহালের পর গভীর রাতে হিংসা ছড়িয়ে পরে হাঁসপুরিতেও। দোকানপাট ভাঙচুর ও গাড়িতে আগুন লাগিয়ে দেয় একদল মানুষ। ব্যাপক পাথর ছোড়াছুড়ি হয়। অশান্তি আরও ছড়িয়ে পড়ার আগে এলাকায় কার্ফু জারি করা হয়। নাগপুরের সম্ভাজি নগরে ঔরঙ্গজেবের সমাধি নিয়ে বিরোধের মধ্যে এই অশান্তি ছড়িয়ে পড়ে। বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এই সমাধিটি ভেঙে ফেলার দাবি জানায়। উভয় গোষ্ঠী সোমবার সকালে নাগপুরেও প্রতিবাদ করতে শুরু করে। কয়েক ঘণ্টা পরে তা অশান্তির রূপ নেয়। অভিনেতা ভিকি কৌশলের ছবি 'ছাবা' কিছুদিন আগে মুক্তি পেয়েছিল। তার পর থেকেই ঔরঙ্গজেব ইস্যু নিয়ে উত্তেজনা শুরু হয়।