'১০২৬ সালে সোমনাথ মন্দির ভেঙেছিল গজনি। ওর মনে হয়েছিল, সোমনাথের অস্তিত্ব শেষ করে দিয়েছে। কয়েক বছরেই তৈরি হয়েছিল সোমনাথ মন্দির। সপ্তদশ ও অষ্টদশ শতাব্দীতেও সোমনাথকে মসজিদ বানানোর চেষ্টা করেছিল ঔরঙ্গজেব'। সোমনাথ মন্দিরের অনুষ্ঠানে গিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।