'১১ অগাস্ট, ১৯০৮। বিহারের মুফফরপুর শহরের ছিল স্তব্ধ। মানুষের চোখে জল ছিল। কিন্তু মনে আগুন। জেল ঘিরে রেখেছিলেন তাঁরা। ১৮ বছরের এক যুবক ইংরেজদের বিরুদ্ধে দেশপ্রেমের দাম দিচ্ছিল। মনে ভয় ছিল। বরং গর্ব ছিল'। আকাশবাণীর মাসিক অনুষ্ঠানে 'মন কি বাত'-এ ক্ষুদিরাম বোসের কথা স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।