বহু সাধনার পর লিখিত আকারে তৈরি হয়েছে এই সংবিধান। সংবিধানের তিনটি ভাগ রয়েছে। যার প্রত্যেকটিতে দেশবাসীর মৌলিক অধিকার সুনিশ্চিত করার বিষয় লেখা আছে। আর তৃতীয় খণ্ডটির শুরুটা সংবিধান রচয়িতারা রাম-সীতা ও লক্ষ্মণের ছবিকে জায়গা দিয়েছিলেন। রাম রাজত্বের নিয়মকানুনই সংবিধান রচনায় অনুপ্রেরণা জুগিয়েছিল বলে বিস্ফোরক দাবি করেছেন নরেন্দ্র মোদি। প্রশাসন আর ধর্মের মিলমিশে আয়োজিত সভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আগে বলেছিলেন, এই মন্দিরে শুধু একটি মূর্তি প্রতিষ্ঠিত হয়নি; ভারতের দৃষ্টিভঙ্গি,দর্শন,দিগদর্শণের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। প্রধানমন্ত্রী ভারতের চেতনা, সংস্কৃতি, দর্শন বলে যা বলছেন তা আসলে সবই হিন্দু ধর্মীয় চেতনা, সংস্কৃতি এবং দর্শনের কথা বলছেন।