ছত্তিশগড়ের বিজাপুরে নকশাল হামলা। সেনা জওয়ানদের কনভয়ে হামলা চালায় নকশালরা। ঘটনায় ৯ জওয়ান শহিদ হন। নকশালরা আইইডি বিস্ফোরণ ঘটায়। জানা যাচ্ছে, যে বিস্ফোরক বোঝাই একটি গাড়ির কনভয়ের সামনে বিস্ফোরণ ঘটায়। প্রসঙ্গত, কয়েকদিন থেকেই ছত্তিশগড়জুড়ে নকশালবিরোধী অভিযান চালাচ্ছিল সেনা। তারমধ্যেই এই হামলার ঘটনা। জানা যাচ্ছে, বিজাপুরে, নিরাপত্তা বাহিনীর ওই দলটি সার্চ অপারেশন শেষ করে ফিরে আসছিল। তখনই তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। কাতরু থানার আম্বেলি গ্রামের কাছে এই বিস্ফোরণ হয়। হামলায় নিহতদের মধ্যে ৮ জন ডিআরজি জওয়ান এবং একজন চালক রয়েছেন। ঘটনাস্থল থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে