ওড়িশার গঞ্জাম জেলার রুশিকুল্যা নদীর ধারে বিপন্ন অলিভ রিডলি কচ্ছপের জন্য একটি প্রধান বাসা তৈরির জায়গা হয়ে উঠেছে। নদীর মোহনায় বাসা বাঁধার জন্য জড়ো হয়েছে প্রায় ৭ লাখ কচ্ছপ। বিশেষজ্ঞরা বলছেন, অনুকূল আবহাওয়ার কারণে এ বছর রেকর্ড সংখ্যক অলিভ রিডলি কচ্ছপ ওই স্থানে আসছে। সরকারী তথ্য অনুসারে, ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত আট দিনের গণ বাসা বাঁধার সময়কালে ৬.৩৭ লাখেরও বেশি কচ্ছপ ডিম পাড়ে। ২০২২ সালে তাদের সংখ্যা ছিল ৫.৫০ লাখ।