তামিলনাড়ুর মাদুরাইয়ে অভিনেতা রজনীকান্তের এক ভক্ত তাঁর মূর্তি তৈরি করে তাঁকে দেবতার আসনে বসিয়েছিলেন। বানিয়েছিলেন মন্দির। সেই মন্দিরে আরেকটি নতুন মূর্তি স্থাপন করা হল। বৃহস্পতিবার অভিনেতার ৭৪ তম জন্মদিনের আগে এই মূর্তি উন্মোচন করা হল। মন্দিরটির নাম "আরুলমিগু শ্রী রজনী মন্দির"।