'দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু কাজ সময় দুর্নীতি করা আলাদা ব্যাপার। ভুল অনিচ্ছাকৃত হলে ঠিক আছে। কিন্তু ইচ্ছাকৃত ভুল হলে ক্ষমা করা হবে না'। গুজরাটের ভডোদরায় সেতু ভাঙা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন নিতিন গডকড়ি।