বালাসোরে ট্রেন দুর্ঘটনার পর থেকে বাতিল হয়েছে বহু ট্রেন। আর আঁটকে পরা যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে একেবারে ফ্রিতে বাস পরিষেবা চালু করল ওড়িশা সরকার। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হল ওড়িশা ৷ রোজ হাজার হাজার মানুষ ওড়িশা থেকে কলকাতায় আসা যাওয়া করেন ৷ তাদের বেশিরভাগকেই যাতায়াতের জন্য ট্রেনের উপর নির্ভর করে থাকতে হয় ৷ তবে দুর্ঘটনার কারণে আপাতত ব্যাঘাত ঘটেছে ট্রেন পরিষেবায় ৷ বাতিল হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন ৷ অনেক ট্রেনের রুটে বদল আনা হয়েছে ৷ যাত্রীদের এই সমস্য়া দূর করার জন্য বিশেষ ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। রবিবার তিনি ঘোষণা করেন, পুরী, কটক ও ভুবনেশ্বর থেকে কলকাতা অবধি বিশেষ বাস পরিষেবা চালু করা হচ্ছে। সম্পূর্ণ নিখরচায় এই বাসে যাতায়াত করা যাবে। দিনে 50টি করে বাস চলবে।