শ্রাবণের সোমবার। শিব ভক্তদের কাছে বিশেষ দিন। দেশের সব জ্যোতির্লিঙ্গ থেকে শুরু করে ধাম, সব জায়গাতেই চলছে শিবের আরাধনা। শিবলিঙ্গে জল ঢালার ভিড়। উজ্জয়িনী থেকে অযোধ্যা, দেওঘর থেকে বারণসী, মন্ত্রোচ্চারণে কেঁপে উঠছে। সে এক অপূর্ব অনুভূতি। দেখুন।