পাকিস্তানে বিমান হামলার পর সংবাদিক সম্মেলন করে ভিডিও দেখাল ভারতীয় সেনাবাহিনী। এই সংবাদিক সম্মেলনের বিশেষ বিষয় হলো, এতে দুইজন মহিলা কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং সংবাদ মাধ্যমকে ব্রিফ করলেন। ভারতীয় সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়ে কর্নেল সোফিয়া কুরেশি বলেন, "পহেলগাঁও হামলার প্রতিশোধ নিতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' পরিচালনা করেছে। পাকিস্তান গত তিন দশক ধরে সন্ত্রাসী অবকাঠামো তৈরি করে আসছে, যা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর উভয় অঞ্চলে ছড়িয়ে আছে। ৯টি জঙ্গি শিবির লক্ষ্যবস্তু করে ধ্বংস করা হয়েছে।" পাশাপাশি উইং কমান্ডার ব্যোমিকা সিং বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই অপারেশন সিঁদুর পরিচালিত হয়েছিল। পাকিস্তানের মুজাফফরাবাদে লস্করের প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালানো হয়েছিল। সন্ত্রাসীরা এখান থেকেই প্রশিক্ষণ নিয়েছিল। সন্ত্রাসীদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছিল। বার্নালা ক্যাম্পও ভেঙে ফেলা হয়। শিয়ালকোটের মাহমুনা ক্যাম্পও ধ্বংস হয়ে যায়।"