বিরোধীরা ঐক্যবদ্ধ। এক হয়েই লড়াই করবে। বিজেপি-কে কেন্দ্র থেকে ক্ষমতাচ্যূত করতে কোমর বেঁধে লড়াইয়েরই বার্তা দিলেন ১৭টি বিরোধী দলের নেতা-নেত্রীরা। শুক্রবার পটনায় নীতীশ কুমারের বাসভবনে বিরোধীদলগুলির বৈঠকের নির্যাস এটাই। এদিন পটনায় বিরোধীদের মহা বৈঠকটি চলল প্রায় সাড়ে ৩ ঘণ্টা। বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'খুব ভাল মিটিং হয়েছে। তিনটি বিষয়ে সমস্যা মিটেছে। আমরা একসঙ্গে লড়ছি। আমরা ঐক্যবদ্ধ ভাবে লড়ছি। আমাদের বিরোধী বলবেন না। আমরাও দেশপ্রেমী।' পাশাপাশি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বললেন, 'সবাই মিলে এক হয়ে আমরা নির্বাচনে লড়ার কমন অ্যাজেন্ডা তৈরি করছি। ১০ থেকে ১২ জুলাই আমরা শিমলায় আবার মিটিং করছি।'