পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর গোটা দেশ শোক ও ক্ষোভে ছেয়ে গেছে। জঙ্গিরা যেভাবে নিরস্ত্র পর্যটকদের তাদের শিকারে পরিণত করেছে, তাতে গোটা দেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে, জঙ্গিদের স্কেচ প্রকাশ করা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলি ৩ জন জঙ্গির স্কেচ প্রকাশ করেছে। এই জঙ্গিদের নাম আসিফ ফৌজি, সুলেমান শাহ এবং আবু তালহা। বলা হচ্ছে যে পর্যটকদের উপর বেছে বেছে গুলি চালানোর পর, এই জঙ্গিরা কাছের পাহাড়ি জঙ্গলে লুকিয়ে আছে।