পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে মারা গিয়েছে সৈয়দ হুসেইন শাহ। তিনিই এই হামলায় নিহত একমাত্র মুসলিম। তাঁর খচ্চরে চড়তেন পর্যটকরা। হুসেইনের মা জানালেন, তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।