রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর নিয়ে পাকিস্তানের মিথ্যা প্রচারের জবাব দিল ভারত। ভারতের প্রতিনিধি পর্বথানেনী হরিশ বলেন,"পাকিস্তান এমন একটা দেশ যাঁরা নিজের জনগণের বিরুদ্ধে বোমা হামলা করেছিল। ৪ লাখ মহিলার উপর অত্যাচার চালিয়েছিল'।