নিজের দেশের লোককে বোকা বানাতে ভারতের বিরুদ্ধে যুদ্ধ জয়ের দাবি করে চলেছেন শেহবাজ শরিফ। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভাতেও একই দাবি করেছেন। তাঁর সেই দাবি উড়িয়ে দিলেন ভারতের প্রতিনিধি পেটল গেহলৌত।