রাম জন্মভূমি অযোধ্যায় রামলালার মন্দিরের কাজ আনুষ্ঠানিক ভাবে সমাপ্ত হল। আজ অর্থাত্ মঙ্গলবার বিশেষ শুভ মুহূর্তে রাম মন্দিরের চূড়ায় ধর্মধ্বজা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত আরএসএস প্রধান মহোন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। ধ্বজা উত্তোলন পর্বের সমাপ্তির পরে মোহন ভাগবত বললেন, 'মন্দিরের সমস্ত কাজ সমাপ্ত হল। আমাদের যাবতীয় চেষ্টার আজ চূড়ান্ত পরিণতি পেল। এই ধ্বজা আসলে রামরাজ্যের ধ্বজা।' সাধু, সন্তদের জয়োধ্বনিতে মুখরিত হল অযোধ্যার বাতাস। উত্তর ভারতের ঐতিহ্যবাহী নাগর স্থাপত্যশৈলীতে তৈরি শিখরের চূড়ায় উড়বে পবিত্র গেরুয়া পতাকা। আর মন্দিরকে ঘিরে থাকা ৮০০ মিটার লম্বা পারকোটা, যা দক্ষিণ ভারতীয় স্থাপত্যশৈলীতে নির্মিত, সেটি পুরো মন্দির কমপ্লেক্সের স্থাপত্য-ঐতিহ্যের বৈচিত্র্যকে সুন্দরভাবে তুলে ধরে।