'বন্ধুরা গোলামি আমাদের ব্যবস্থার সব জায়গায় ছিল। আপনারা মনে করুন ভারতীয় নৌসেনার ধ্বজা, বহুদিন ধেরে ওই ধ্বজায় এমন একটা প্রতীক ছিল, যেটা আমাদের সংস্কৃতির সঙ্গে শক্তির সঙ্গে কোনও সম্পর্ক নেই। আমি নৌসেনার ধ্বজা থেকে গোলামির সব প্রতীক তুলে দিয়েছি।' এ দিন রাম মন্দিরের ধ্বজা উত্তলোনের পর বললেন মোদী।