দুদিন ব্যাপী চলা India Today Conclave 2023 ২০তম সংস্করণ শেষ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ দিয়ে। বিরোধীদের একহাত নিয়ে প্রধানমন্ত্রী বললেন, একসময় ভারতের সংবাদমাধ্যমে দুর্নীতি, দুর্নীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ, আন্দোলনের খবর হত। আজ খবর হয়, দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপে ভীত হয়ে তদন্তকারী সংস্থার বিরুদ্ধে রাস্তায় আন্দোলন।