'কংগ্রেসের মঞ্চ থেকে আমার মায়ের নামে কুকথা বলা হল। আমার মায়ের সঙ্গে রাজনীতির কোনও যোগ ছিল। আমার মাকে খারাপ খারাপ গালি দেওয়া হল। গরিব মায়ের কামদার ছেলেকে আপনারা প্রধান সেবক বানিয়েছিলেন'। নরেন্দ্র মোদীর ২ সেপ্টেম্বেরর সেই ভাষণ আবারও ভাইরাল।