দিনে একবার খাওয়া। তাও আবার যে কোনও একটি ফল। AI গবেষক লেক্স ফ্রিডম্যানকে দেওয়া পডকাস্টে ডায়েট নিয়ে সব খোলসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৪ বছর বয়সেও এত ফিট থাকার পিছনে কী রহস্য, তা জানালেন মোদী। জানালেন, তিনি বছরে একাধিকবার উপবাস করেন